ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২১
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বুধবার করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নেবেন। বিকেল ৫টায় রাষ্ট্রপতি তার সরকারি বাসভবন বঙ্গভবনে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করবেন বলে জানিয়েছেন প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনা করোনাভাইরাসের টিকা নেন।
গত ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচটি হাসপাতালে প্রথমবারের মতো করোনার টিকা দেয়া হয়। পরে গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হয়।
এরই মধ্যেই অনেক বিশেষ ব্যক্তি ও মন্ত্রীরাও কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।
দেশব্যাপী এক হাজার পাঁচটি কেন্দ্রে করোনার টিকা দেয়া হচ্ছে।
গতকাল পর্যন্ত ৪০ লাখ ১৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন। সরকার ১৩ কোটি মানুষকে বিনামূল্যে করোনাভাইরাসের টিকা দেয়ার পরিকল্পনা নিয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক