বরিশাল : বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে আজ শুক্রবার সকালে পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশু সুরাইয়ার মৃত্যু হয়েছে।
সে (সুরাইয়া) ওই গ্রামের নিবাস্বা খানের কন্যা।
জানা গেছে, পরিবারের সবার অজান্তে সুরাইয়া শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরে পরে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর বাড়ির লোকজনে পুকুর থেকে সুরাইয়াকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।