বরিশাল

আগৈলঝাড়ায় ৩০৯ বোতল ফেন্সিডিলসহ দুই যুবক গ্রেফতার

By admin

June 17, 2022

 

বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমান ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। এ সময় ফেন্সিডিল বহনকারী একটি পিকআপ, মাদক বিক্রির নগদ অর্থ ও একাধিক ফোন জব্দ করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় র‌্যাব বাদী হয়ে শুক্রবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।

 

আটককৃতরা হলো সাতক্ষিরা জেলার কালীগঞ্জ থানার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম মিন্টু (৩৫) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (১৮)।

আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম ‍এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি র‌্যাবের দায়ের করা এজাহারের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার রাত পৌনে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া উপজেলার ছবিখারপাড় বাইপাস মোড় এলাকা থেকে পিকআপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে মাদারীপুর র‌্যাব-৮ সদস্যরা ।

 

ওসি আরো বলেন, পরে র‌্যাব সদস্যরা ‍ঐ পিকআপের সীটের নীচ থেকে বিশেষভাবে তৈরী ষ্টীলের বক্স থেকে ৩০৯ বোতল ফেন্সিডিলের ৩১ বান্ডিল উদ্ধার করে। ‍এবং মাদক বহনকারী পিকআপ, মাদক বিক্রির ১৩শ টাকা ও দুইটি মোবাইল ফোন জব্দ কর‍া হয়। এ ঘটনায় মাদারীপুর র‌্যাব-৮ এর ডিএডি মো. সুলতান উদ্দিন বাদী হয়ে শুক্রবার বিকেলে আগলঝাড়া থানায় মামলা দায়ের করেন।