বরিশাল

আগৈলঝাড়ায় পিতার নির্যাতনে মেয়ের আত্মহত্যার চেষ্টা

By admin

September 09, 2021

 

বরিশালের আগৈলঝাড়ায় জন্মদাতা পিতার নির্যাতন সহ্য করতে না পেরে মেয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। মুমূর্ষ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের মোবারেক মিয়ার মেয়ে আমেনা আক্তার (১৪) কে শারীরিক ও মানুষিক নির্যাতন করে। এঘটনায় অভিমান করে আমেনা ঘরে থাকা কীটনাশক পান করে।

 

আমেনা আক্তারের মা রাশেদা বেগম অভিযোগ করেন, তিন মেয়েসহ দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মোবারেক মিয় খুলনা শহরে রেখে আসে। সে আমাদেরকে কোন ভরন পোষন দিত না। আমি আমার মেয়েদরকে নিয়ে খাজুরিয়া গ্রামের স্বামীর বাড়িতে আসলে আমার মেয়েকে তুচ্ছ ঘটনায় শারীরিক নির্যাতন করে। আমার মেয়ে নির্যাতন সহ্য করতে না পেরে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে।

 

এসময় আমেনা আক্তার অসুস্থ হয়ে পরলে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এঘটনায় আমেনা আক্তারের মা রাশেদা বেগম আরও জানান, থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

মোবারেক মিয়া জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়েছে। কিন্তু কোন নির্যাতন করা হয়নি আমার মেয়েকে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজু বিশ্বাস জানান, কীটনাশক পানে অসুস্থ রোগী হাসপাতালে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।