ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২১
বরিশালের আগৈলঝাড়ায় গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পরে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাকাল গ্রামের খোরশেদ ফকিরের ছেলে দুই সন্তানের জনক ইলিয়াস ফকির (২৮) গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পরে আহত হয়। পরে স্বজনরা আহত অবস্থায় ইলিয়াসকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
নিহত ইলিয়াসের ভাই রেজাউল ফকির জানান, আমার ভাই গাছ কাটা শ্রমিক হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করে। বৃহস্পতিবার বিকেলে গাছ কাটতে গিয়ে গাছটি হঠাৎ তাঁর শরীরের উপর আছরে পরে। তখন আমরা ইলিয়াসকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
শুক্রবার সকালে আগৈলঝাড়া থানা পুলিশ ইলিয়াস ফকিরের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক