বরিশাল

আগৈলঝাড়ায় ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা গ্রেফতার

By admin

September 21, 2021

 

বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ ইয়াবা ও নগদ দুই লাখ টাকাসহ নারী মাদক ব্যবসায়ী ঝুমুর বেগমকে গ্রেফতার করেছেন। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম ছরোয়ার জানান, ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে থানা পুলিশ ফুল্লশ্রী গ্রামে অভিযান চালিয়ে মাদক স¤্রাট জাকাত ফকিরের স্ত্রী ইয়াবা ব্যবসায়ী ঝুমুর বেগমকে গ্রেফতার করেন।

 

এসময় তার কাছ থেকে ৪৫ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ দুই লাখ নয় হাজার একশ’ টাকা উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতর বিরুদ্ধে মঙ্গলবার সকালে থানার এসআই আলী হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন।