খেলাধুলা

আগামীকাল বাফুফে নির্বাচন

By admin

October 02, 2020

 

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নির্বাচন। প্রায় এক মাস আগে (৩ সেপ্টেম্বর) এই নির্বাচনের তফশিল ঘোষণার দিন থেকেই শুরু হয় ক্ষণ গণনা। ১৩৯ জন ভোটারের ভোটে চূড়ান্ত হবে সভাপতিসহ ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি, যাদের হাতে আগামী চার বছর থাকবে দেশের ফুটবলকে এগিয়ে নেয়ার দায়িত্ব।

 

অবশ্য ভোটারদের কারো করোনা উপসর্গ থাকলে তিনি ভোট দিতে পারবেন না। ভোটকেন্দ্রে প্রবেশের সময় প্রত্যেকের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। কারো শরীরের তাপমাত্রা বেশি ও করোনার অন্যান্য উপসর্গ পরিলক্ষিত হলে তাকে আর কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।

 

এর আগে গত ৫ থেকে ৭ সেপ্টেম্বর মনোয়ননপত্র বিতরণ করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ সভাপতি পদে আবারো দাঁড়িয়েছেন কাজী সালাউদ্দিন। প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি পাচ্ছেন বাদল রায় ও শফিকুল ইসলাম মানিককে। এবারের নির্বাচনে সব পদেই রয়েছে একাধিক প্রার্থী। ফলে জমজমাট লড়াইয়ের ব্যাপারে আশা প্রকাশ করছেন ফুটবল সংশ্লিষ্টরা।

 

রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আগামীকাল দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।