আন্তর্জাতিক

আক্রমণ ব্যর্থ করে দিলো রাশিয়া, ২৫০ ইউক্রেনীয় সেনা নিহত

By admin

June 05, 2023

 

ইউক্রেনের বড় একটি আক্রমণ ব্যর্থ করে দিয়েছে রাশিয়া। একইসঙ্গে ২৫০ ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবিও করেছে দেশটি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ দাবি করা হয়েছে। সোমবার (৫ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

 

 

এ বিষয়ে কিয়েভের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এমনকি রাশিয়ার দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

 

 

রুশ মন্ত্রণালয় বলেছে, ইউক্রেন রোববার দোনেৎস্ক অঞ্চলে ছয়টি যান্ত্রিক এবং দুটি ট্যাঙ্ক ব্যাটালিয়ন ব্যবহার করে আক্রমণ শুরু করেছিল।

 

 

টেলিগ্রামে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘৪ জুন সকালে (স্থানীয় সময়) শত্রুরা দক্ষিণ দোনেৎস্কের দিকে সম্মুখের পাঁচটি সেক্টরে একটি বড় ধরনের আক্রমণ শুরু করে। তারা রাশিয়ান প্রতিরক্ষা ভেদ করার চেষ্টা করেছিল। ’ ‘তবে শত্রু তার লক্ষ্য অর্জন করতে পারেনি। তার কোনো সফলতা পায়নি। ’

 

 

পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, আকাশ থেকে সামরিক গাড়িতে হামলা হচ্ছে। মস্কো দাবি করেছে, ইউক্রেন ২৫০ সৈন্যের পাশাপাশি ১৬টি ট্যাংক হারিয়েছে।