ঢাকা ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২১
পটুয়াখালীর কলাপাড়ায় দুষ্টুমির ছলে ‘আই লাভ ইউ’ বলায় দুই জেলেকে ছুরিকাঘাত করেছেন আরেক জেলে। এ ঘটনায় অভিযুক্ত জালাল ফকির নামে ওই জেলেকে আটক করেছে পুলিশ।
রোববার রাত ৮টার দিকে ওই উপজেলার ধুলাসার ইউনিয়নের বাবলাতলা বাজারে এ ঘটনা ঘটে। আহত জেলে ছালাম ও সোহেল ওই উপজেলার বাবলতলা এলাকার বাসিন্দা। আটককৃত জালাল ফকির গলাচিপা উপজেলার গোলখালী ইউপির নলুয়াবাগী গ্রামের শামসুদ্দিন ফকিরের ছেলে।
পুলিশ জানায়, ওই তিন জেলে বাবলাতলা বাজার সংলগ্ন ঢোসের খালে ইলিশ শিকারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই ঘাটে ছালামের ট্রলারে থাকা জেলে ইমরান দুষ্টুমির ছলে জালাল ফকিরকে ‘আই লাভ ইউ’ বলেন। এতে ক্ষিপ্ত হয়ে জালাল তাকে মাটির ঢিল নিক্ষেপ করেন। পরে বাবলাতলা বাজারে ফের এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে ছালামের পেটে ছুরিকাঘাত করেন জালাল। ওই সময় সোহেল এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করেন তিনি। পরে স্থানীয়রা জালালকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, প্রত্যক্ষদর্শীদের অভিযোগের ভিত্তিতে জালাল ফকিরকে রাতেই আটক করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। আহত ছালাম বরিশাল শেবাচিম হাসপাতালে ও সোহেল কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক