খেলাধুলা

আইসিসি’র বর্ষসেরা ক্রিকেটার আফ্রিদি

By admin

January 24, 2022

 

বছর জুড়ে নতুন বলে পেস, সুইং, বাউন্সে প্রতিপক্ষের ব‍্যাটসম‍্যানদের নাস্তানাবুদ করে ছেড়েছেন শাহিন শাহ আফ্রিদি। ২০২১ সালের সেই আগুনঝরা পারফরম্যান্সের পুরস্কার জিতলেন পাকিস্তানের এ তারকা পেসার। হলেন আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার।

 

আইসিসি’র অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নেয়ার পথে ইংল্যান্ডের জো রুট, পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে হারিয়েছেন আফ্রিদি।

 

পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে স‍্যার গারফিল্ড সোবার্স পুরস্কার জেতার রেকর্ড গড়েছেন বাঁ-হাতি এ পেসার।

 

আর বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ভারতের ব‍্যাটার স্মৃতি মান্ধানা।