আন্তর্জাতিক

অস্ট্রিয়ায় করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু

By admin

November 07, 2020

 

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ভিয়েনার ভিলহেলমিনেন হাসপাতালে মারা যান তিনি।

 

মারা যাওয়া ব্যক্তির নাম এ কে এম শওকত আলী। তিনি কিশোরগঞ্জের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে স্থায়ীভাবে অস্ট্রিয়াতে থাকতেন এবং অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

 

গত ২৬ অক্টোবর সর্দি-জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট শুরু হলে তাকে ভিয়েনায় ভিলহেলমিনেন হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানে প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বৃহস্পতিবার হঠাৎ করে আবারও অবস্থার অবনতি হতে শুরু করে। পরে স্থানীয় সময় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।