ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, মে ২৪, ২০২৫
আরও এক মৃত্যুর খবরে শোকস্তব্ধ বলিউড। মাত্র ৫৪ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। শুক্রবার (২৩ মে) রাতে তার মৃত্যু হয়। এনডিটিভির খবরে এই তথ্য জানানো হয়েছে।
তার মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়নি। পরিবার বা ঘনিষ্ঠদের তরফ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি।
তবে অভিনেত্র্রী দীপশিখা নাগপাল, যিনি মুকুল দেবের ঘনিষ্ঠ বন্ধু, ইনস্টাগ্রাম স্টোরিতে মুকুলের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিশ্বাসই করতে পারছি না। শান্তিতে বিশ্রাম নাও।’
মুকুল দেবকে সর্বশেষ দেখা গিয়েছিল হিন্দি সিনেমা আন্থ দ্য ইন্ড’-এ। তিনি ছিলেন বলিউড অভিনেতা রাহুল দেবের ছোট ভাই।
১৯৯৬ সালে টেলিভিশন ধারাবাহিক মুমকিন-এ ‘বিজয় পাণ্ডে’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবনের সূচনা হয়। এরপর তিনি দূরদর্শনের জনপ্রিয় শো ‘এক সে বাধ কার এক’-এ অংশ নেন এবং ফেয়ার ফাংশন ইন্ডিয়ার প্রথম সিজন সঞ্চালনা করেন।
চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয় ‘দাস্তাক’ সিনেমা দিয়ে, যেখানে তিনি এসিপি রোহিত মালহোত্রার চরিত্রে অভিনয় করেন।
অভিনয়ের পাশাপাশি মুকুল দেব ছিলেন একজন প্রশিক্ষিত পাইলট। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমিতে তিনি পাইলট হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন।
বলিউডে একাধিক জনপ্রিয় চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন মুকুল দেব। তার অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করছেন সহকর্মী ও অনুরাগীরা।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক