বিনোদন

অভিনেতা অপূর্ব আইসিইউতে

By admin

November 04, 2020

 

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নগরীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেতা।

 

নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

আরিয়ান বলেন, ‌এখন আসলে সবার কাছে দোয়া চাই। বাকিটা তো চিকিৎসকরা দেখছেন। আমরা সবাই আছি উনার সঙ্গে, হাসপাতালে। ইনশাল্লাহ মেঘ কেটে যাবে।

 

জানা গেছে, গেলো সপ্তাহে অপূর্ব শেষ অংশ নেন সাগর জাহানের একটি নাটকের শুটিংয়ে।

 

৫ দিন আগে জ্বরে আক্রান্ত হন অপূর্ব। এরপর কোভিড-১৯ পরীক্ষা করা হয়। ২ নভেম্বর ফল পজিটিভ আসে। তার শরীরিক অবস্থার অবনতি হলে গতকাল (৩ নভেম্বর) বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়।