ঝালকাঠী

অবৈধভাবে বালু উত্তোলন, ঝালকাঠিতে তিনজনকে জরিমানা

By admin

February 07, 2022

 

ঝালকাঠির সুগন্ধানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুই ড্রেজার মালিক ও এক চালককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

রবিবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী অভিযান চালিয়ে তিনটি ড্রেজার জব্দ করেন। এ সময় সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ড্রেজার দুই মালিক ও চালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের দুই লাখ টাকা জরিমানা করেন।

 

জানা গেছে, নদী ভাঙনে সদর উপজেলার চরভাটারাকান্দা এলাকা বিলীন হয়ে যাচ্ছে। অথচ ভাঙন কবলিত এলাকা থেকে ড্রেজার দিয়ে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে অভিযান চালানো হয়।

 

এনডিসি মো. বশির গাজী বলেন, নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার গোপন সংবাদ পেয়ে মজিবুর রহমান, মো. উজ্জ্বল ও জসিম নামে তিন বালু ব্যবসায়ীকে আটক করা হয়। তারা অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারামতে দুই লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন করবেন না জানালে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।