লিড নিউজ

অবরোধ শুরুর সকালে চট্টগ্রাম-গাজীপুরে গাড়িতে আগুন

By admin

October 31, 2023

 

চট্টগ্রাম মহানগরীতে আবারও দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া গাজীপুরে একটি পিকআপ ভ্যানে আগুন দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

 

 

বিএনপি-জামায়াতের দেয়া তিন দিনের দেশব্যাপী অবরোধের শুরুতেই মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোরে ৬টার দিকে নগরীর ইপিজেড মোড়ে এ ঘটনা ঘটে। তবে বাসটি যাত্রীশূন্য হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

 

সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার পংকজ দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, নগরীর ইপিজেড মোড়ে শ্রমিকদের নেয়ার জন্য যাত্রীবাহী বাসটি দাঁড়িয়ে ছিল। এ সময় হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

 

 

তবে এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িক সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

 

 

তবে বাসটিতে কারা আগুন দিয়েছে এখনও জানা যায়নি। দুর্বৃত্তদের আইনের আওতায় অবশ্যই আনা হবে বলেও জানান সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার। এদিকে মঙ্গলবার সকালে গাজীপুরের হাড়িনালে একটি পিকআপভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্বরা।

 

 

 

এর আগে সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের দামপাড়ায় ইউনেস্কো কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বাসে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক বিক্ষোভ করে ছাত্র ও যুবলীগের নেতাকর্মীরা।