তুমি কি জানো, তোমার এই অপ্রিয় অর্ধাঙ্গিনী তোমার বেলায়ই সে যে বড্ড অভিমানী। তুমি কি জানো তোমার দেয়া শত অবহেলায় নিজের মত সে ঠিক তার সুখ খুঁজে নেয়।
তুমি কি জানো তোমার দেয়া এই অবিশ্রান্ত বিরহে প্রতিটা রাত সে তার বালিশ, নোনা জলে সিক্ত করে। তুমি কি জানো তোমার এই দূরত্বের প্রহরে নিঃশেষ করে দেবে তাকে একটু একটু করে।
কতদিন তোমায় কাছে পাবো না, কতদিন তোমার স্পর্শে রঞ্জিত হবো না।
তুমি কি জানো, তোমার বেলায়ই আমি সেই বড্ড বেহায়া, বেইমান অনুভূতিগুলো আজ কাল আর একদমই কথা শোনে না, তোমায় ঘিরেই আবর্তন হয়, যেন তুমিই পৃথিবী।
হ্যাঁ আমিই সেই একচ্ছত্র অধিকারীনী, শুধুই তোমার একান্ত অপ্রিয় অর্ধাঙ্গিনী।
লেখকঃ ধোয়াশা রহমান