ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২৩
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: জাতীয় পরিচয়পত্রে নিজের ছবির বদলে এক নারীর ছবি আসায় বিড়ম্বনায় পড়েছিলেন ইকবাল নামের এক তরুণ। ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশের পর নড়চড়ে বসে ভোলার লালমোহন উপজেলা নির্বাচন অফিস।
তড়িগড়ি করে সেই ইকবালের ভোটার আইডি কার্ডের সমস্যা সমাধান করে দেওয়া হয়েছে। নারীর ছবির বদলে এখন ইকবালের নিজের ছবিই ঠাঁই পেয়েছে তার জাতীয় পরিচয় পত্রে।
ভুক্তভোগী ইকবাল লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের বাহাদুর চৌমুহনী এলাকার ভবানী বাড়ির মফিজের ছেলে। গত বুধবার (২২ ফেব্রুয়ারি) ইকবালকে সংশোধিত জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয় উপজেলা নির্বাচন অফিস থেকে।
ভুক্তভোগী ইকবাল বলেন, সাংবাদিকদের কারণেই আমার জাতীয় পরিচয় পত্রে ভুলের বিষয়টি সবার নজরে আসে। এরপর নির্বাচন অফিস থেকে আমাকে কল করে নিয়ে দ্রুত সময়ের মধ্যে ভুলটি সংশোধন করে দেওয়া হয়েছে। এজন্য আমি সাংবাদিক ও নির্বাচন অফিসের সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন জাতীয় পরিচয় পত্রের কপিটি আমি প্রয়োজনের সময় ব্যবহার করতে পারবো।
এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমীর খসরু গাজী বলেন, ভুলটি অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে। বিষয়টি আমাদের নজরে আসলে আমরা ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে দ্রুত সময়ের মধ্যে তা ঠিক করে দিয়েছি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক