ঢাকা ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০
পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়ায় রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী মহিউদ্দিন সিকদারকে (৩০) ৯ মাসেও উদ্ধার করতে পারেনি থানা পুলিশ। ব্যবসায়ী মহিউদ্দিন উপজেলা পরিষদ গেট সম্মুখ সড়কে মুদি ব্যবসায়ী। তিনি উপজেলা বড়হারজী গ্রামের নুর ইসলাম সিকদারের ছেলে।
নিখোঁজ ব্যবসায়ী মহিউদ্দিনের বাবা নুর ইসলাম সিকদার জানান, যেহেতু মহিউদ্দিনের কাছে অনেক টাকা ছিল তাই নিখোঁজের ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় সাথে থাকা তার আরেক ছেলে উজ্জ্বলসহ দু’জন এবং সাত থেকে আটজনকে অজ্ঞাতনামা আসামি করে গত ২৮ জুলাই মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করা হয়। আদালত মামলাটি তদন্তের জন্য মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। কিন্তু পুলিশ আজ পর্যন্ত মহিউদ্দিনকে উদ্ধার করতে পারেনি।
নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী শারমিন জানান, গত ৭ মার্চ আমার স্বামী নগদ ছয় লাখ টাকা নিয়ে দোকানের মালামাল ক্রয়ের জন্য ছোট ভাই উজ্জ্বলকে সাথে করে মঠবাড়িয়া থেকে বরিশাল হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ৮ মার্চ সকালে উজ্জল আমাদের মোবাইল ফোনে জানায় মহিউদ্দিন লঞ্চ থেকে নদীতে পড়ে গেছে। কিন্তু তার সুনির্দিষ্ট কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এরপর থেকে তার কোনো খোঁজ মিলছে না।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদ্দুজ্জামান জানান, নিখোঁজ ওই ব্যবসায়ীকে উদ্ধারের জোর চেষ্টা চলছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক