ঢাকা ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে পৃথক দুই মামলায় ১১৬ জনের নাম উল্লেখসহ বিএনপির ২৮০০ নেতাকর্মীকে আসামি করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৪ সেপ্টেম্বর) এক বিবৃতি দিয়ে তিনি এ নিন্দা জানান। একই সঙ্গে তিনি পুলিশের মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার হওয়া নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ২ সেপ্টেম্বর বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণ শোভাযাত্রায় পুলিশ সম্পূর্ণ বিনা উস্কানিতে নির্বিচারে গুলি বর্ষণ করেছে। এতে শোভাযাত্রায় অংশগ্রহণকারী প্রায় ৬০ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়। ওই সময় পুলিশ ২৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে। এছাড়া উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপাতে পরদিন পুলিশ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও নাসিরুল হক সাবু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরদার, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীবসহ ২৮০০ জন নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছে।
বিবৃতিতে তিনি আরও বলেন, আওয়ামী লীগের বৈশিষ্ট্যই হচ্ছে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো। রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর শান্তিপূর্ণ শোভাযাত্রায় পুলিশ বেপরোয়া গুলিবর্ষণ করে ৬০ জন নেতাকর্মীকে গুলিবিদ্ধ করাসহ ২৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করার মাধ্যমে কারাগারে পাঠানোর পরও জেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দসহ ১১৬ জনের নামে ও অজ্ঞাতনামা ২৮০০ জনকে আসামি করে মামলা দায়েরের ঘটনা অন্যের ওপর দোষ চাপানোর কুটকৌশল।
‘কেবলমাত্র রাজনৈতিক স্বার্থসিদ্ধি ও রাজবাড়ী জেলা বিএনপির নেতাকর্মীদের দুর্বল করতে এবং মনোবল ভেঙে দিতেই শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে গুলি চালিয়ে গুরুতর আহত করা এবং নির্বিচারে গ্রেপ্তার ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অপকৌশল আওয়ামী লীগের চিরাচরিত। আমি রাজবাড়ীতে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের গুলিবর্ষণ ও আহত করা, গ্রেপ্তার, নেতাকর্মীদেরকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট মামলা দায়েরের মত ঘৃর্ণ্য রাজনীতি ও অপকৌশলের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। অবিলম্বে রাজবাড়ীতে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের শর্তহীন মুক্তি ও নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের জোর আহ্বান জানাচ্ছি।’
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আনন্দ শোভাযাত্রায় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ৬ পুলিশ সদস্যসহ ২০ জন আহত হন।জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবন থেকে শোভাযাত্রাটি বের হয়ে পান্না চত্বর প্রদক্ষিণ করে পুনরায় তার বাসায় যাওয়ার পথে শিল্পকলা মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক