২১ সেপ্টেম্বর খুলছে তাজমহল

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

২১ সেপ্টেম্বর খুলছে তাজমহল
নিউজটি শেয়ার করুন

টানা ছয় মাস পর বিশ্বের অন্যতম আকর্ষণীয় ও নান্দনিক স্থাপনা ভারতের তাজমহল দর্শনার্থীদের জন্য আবারও খুলে দেওয়া হচ্ছে।

 

করোনাভাইরাসের কারণে টানা ছয় মাস বন্ধ থাকার পর আগামী ২১ সেপ্টেম্বর তাজমহল খুলে দেওয়া হচ্ছে। একইসঙ্গে খুলছে আগ্রা ফোর্টও।

 

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের পর্যটন বিভাগের ডেপুটি ডিরেক্টর অমিত শ্রীভাস্তভা জানিয়েছেন, দর্শনার্থীদের কোভিড-১৯ প্রটোকল মেনে চলতে হবে। এ ছাড়া সামাজিক দূরত্ব মেনে চলা এবং মাস্ক পরা বাধ্যতামূলক।

 

আগ্রার জেলা শাসক প্রভু সিং জানিয়েছেন, দিনে পাঁচ হাজারের বেশি লোককে তাজমহলে ঢুকতে দেওয়া হবে। আগ্রা ফোর্টে ঢুকতে পারবেন আড়াই হাজার পর্যটক।

 

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারত সরকার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকার শীর্ষে থাকা ওই মুসলিম স্থাপত্যকলার অনুপম নিদর্শনটি ১৭ মার্চ বন্ধ করে দেয়।

 

জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (ইউনেস্কো) সাদা মার্বেলে নির্মিত তাজমহলকে ‘মুসলিম শিল্পের রত্ন’ হিসেবে অভিহিত করেছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ