২০২০ সাল: করোনায় ১২১ চিকিৎসকের মৃত্যু

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০

নিউজটি শেয়ার করুন

 

২০২০ সালে বাংলাদেশে ১২১ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৮ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী।

 

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ মেডিক্যাল অ‌্যাসোসিয়েশন (বিএমএ) এ তথ্য জানিয়েছে।

 

বিএমএ থেকে জানা যায়, ২ হাজার ৮৮৫ জন চিকিৎসক, ১ হাজার ৯৭৯ জন নার্স এবং ৩ হাজার ২৮৫ জন অন্য পদাধিকারী স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

 

উল্লেখ্য, এখন পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫ লাখ ৬১০২ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৬ হাজার ৬৯০ জন। মারা গেছেন ৭ হাজার ৩৭৮ জন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ