ঢাকা ২রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ১১ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০
বরিশাল জেলায় নতুন করে আরও ১১ জন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর ) রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেলে এই তথ্য জানানো হয়। আজ শনাক্ত ১১ জনসহ জেলায় মোট তিন হাজার তিনশত ৪৭ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
পাশাপাশি ৫৫ জন সুস্থ হয়েছেন। জেলায় মোট ২৮৮৮ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বিগত ২৪ ঘন্টায় জেলায় করোনায় মৃত্যুবরণকারী কোন ব্যক্তির তথ্য পাওয়া যায়নি। জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৬।
আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী মুলাদী উপজেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত ০১ জন ব্যক্তি, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত বগুড়া রোড এলাকার ০৩ জন, সদর রোড, আমতলার মোড়, রুপাতলি, নতুন বাজার প্রত্যেক এলাকার ০১ জন করে ০৪ জন, জেলা পুলিশে কর্মরত ০১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ০১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০১ জন নার্সসহ মোট ১১ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক