ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০
বরিশাল : বরিশালে ১০ দফা দাবিতে বিক্ষোভ সমাবশে করছে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর সদররোডে অবস্থিত টাউন হলের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং বিনামূল্যে করোনা টেষ্ট, চিকিৎসা ও ভ্যাকসিন প্রদানের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক কমরেড অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অধ্যাপক আঃ ছত্তার, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক ডাঃ মোহাম্মদ হারুন অর রসিদ, বরিশাল জেলা কমিটির সদস্য অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, মোজাম্মেল হোসেন খান ও জাফর আহম্দে তালুকদার প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা দেশের ২৫টি পাটকল বন্ধ করে ৫০ হাজার পাটকল শ্রমিক, ৪০ লক্ষ পাটচাষীসহ পাটকল ও পাটচাষের সাথে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত ৪ কোটি মানুষকে ক্ষতিগ্রস্থ করা থেকে সরকারকে সরে আসার আহবান জানান।
সমাবেশ শেষে একটি মিছিল বের হয় যা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় টাউনহল চত্তরে এসে শেষ হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক