হোটেলে ঢুকে পড়ল কাভার্ডভ্যান, পিতা-পুত্রসহ নিহত ৫

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২২

হোটেলে ঢুকে পড়ল কাভার্ডভ্যান, পিতা-পুত্রসহ নিহত ৫
নিউজটি শেয়ার করুন

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: যশোরের মনিরামপুর উপজেলার বেগারিতলায় কাভার্ডভ্যান হোটেলে ঢুকে পিতা-পুত্রসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

 

মনিরামপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস জানান, সকাল সাড়ে ৭টার দিকে যশোর থেকে একটি কাভার্ডভ্যান মনিরামপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেগারিতলা পৌঁছালে রাস্তার পাশে থাকা পিতা-পুত্রকে প্রথমে চাপা দেয় কাভার্ডভ্যানটি।

 

 

এরপর সেটি রাস্তার পাশের একটি খাবার হোটেলে ঢুকে পড়ে। সেখানে আরো তিনজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

 

 

তিনি বলেন, আমরা হাইড্রোলিক ব্যবহার করে হোটেল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছি। কাভার্ডভ্যানের চালক কিংবা হেলপারকে পাওয়া যায়নি। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মনিরামপুর থানার ওসি মনিরুজ্জামান।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ