ঢাকা ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, জুন ১০, ২০২২
মেহেরপুর সদরের স্টেডিয়াম পাড়া থেকে শামীম খাঁ (৪০) ও শাহনাজ বেগম (৪৬) নামের দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে স্টেডিয়াম পাড়া থেকে ৫ (পাঁচ) গ্রাম হেরোইনসহ তাদেরকে আটক করা হয়। আটককৃত শামীম খাঁ স্টেডিয়াম পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে ও শাহনাজ বেগম তার সহোদর ভাই রায়হান খাঁ এর স্ত্রী।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, মেহেরপুর পৌর এলাকার স্টেডিয়াম পাড়ায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু, এস আই বিশ্বজিৎ সরকার ও এএসআই মাহাতাব উদ্দিন অভিযান চালিয়ে শামীম খাঁ ও শাহনাজ বেগম নামের দুই জনকে ০৫ (পাঁচ) গ্রাম হেরোইনসহ আটক করেন। আটককৃত শামীম খাঁ এর বিরুদ্ধে আরো পাঁচটি মাদক মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে বলেও জানান ডিবি’র ওই কর্মকর্তা।
তিনি আরও জানান, শাহনাজ বেগমের স্বামী জেলহাজতে থাকায় সে দেবর শামীম খাঁ এর সাথে মিলে এই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। আটককৃত শামীম খাঁ ও শাহানাজ বেগম (দেবর ভাবি)’র বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক