ঢাকা ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০
হৃদরোগে আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘উনার হার্ট অ্যাটাক হয়েছে। এখন তার অবস্থা ক্রিটিক্যাল, কিছুই বলা যাচ্ছে না। নিবিড় অবজারভেশনে রাখা হয়েছে তাকে।’
জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন কর্মসূচি শেষ করে নিজের গাড়িতে ওঠার পরপরই বুকে ব্যথা অনুভব হলে রিজভীকে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। এরপর দ্রুত সেখান থেকে তাকে ধানমন্ডির ল্যাবেএইডে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে সিসিইউতে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক