ঢাকা ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০
পিরোজপুর : পিরোজপুরে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো। শুক্রবার পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ১০ জন। জেলায় করোনা আক্রান্ত রোগীর মধ্যে এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৭০০ জন এবং করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১ জনের। পিরোজপুর সিভিল সার্জন ডা. ইউসুফ হাসানাত জাকি এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস জানায়, জেলায় এ পর্যন্ত ৪ হাজার ৬৫৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য পাঠানো হয়েছে। এরমধ্যে করোনা পজেটিভ এক হাজার ১০ জন, করোনা নেগেটিভের সংখ্যা ৩ হাজার ৩৭৪টি। ৭৫টি রিপোর্ট পাওয়া যায়নি।
উপজেলা ভিত্তিক করোনা রোগীর সংখ্যায় শীর্ষে রয়েছে মঠবাড়িয়া উপজেলা। এ উপজেলায় এ পর্যন্ত কোভিড-১৯ পজেটিভ রোগীর সংখ্যা ৩০৫ জন। এছাড়া পিরোজপুর সদর উপজেলায় (সদর হাসপাতালসহ) ২৮৬ জন, ভান্ডারিয়া উপজেলায় ১০৭ জন, কাউখালী উপজেলায় ৮৪ জন, নেছারাবাদ স্বরূপকাঠী উপজেলায় ১২৩ জন, ইন্দুরকানী উপজেলায় ২৮ জন, নাজিরপুর উপজেলায় ৭৭ জন।
করোনা আক্রান্ত রোগীর মধ্যে পিরোজপুর সদর উপজেলায় মারা গেছেন ৭ জন, মঠবাড়িয়া উপজেলায় ৫ জন, নেছারাবাদ উপজেলায় ৫ জন, নাজিরপুর উপজেলায় ২ জন, ইন্দুরকানী উপজেলায় ১ জন এবং ভান্ডারিয়া উপজেলায় ১ জন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক