স্বরুপকা‌ঠি‌তে বস্তায় ভ‌রে শিশু‌কে খা‌লে ফে‌লল জুয়া‌রিরা

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০

স্বরুপকা‌ঠি‌তে বস্তায় ভ‌রে শিশু‌কে খা‌লে ফে‌লল জুয়া‌রিরা
নিউজটি শেয়ার করুন

উপ‌জেলার সু‌টিয়াকা‌ঠি ইউ‌পির ১নং ওয়া‌র্ডের বা‌লিহারী গ্রা‌মে তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী‌কে বস্তায় ভ‌রে খা‌লে ফে‌লে দেয়ার অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে।

 

এ ঘটনায় ছা‌ত্র দিপুর বাবা আলাউ‌দ্দিন স্বরুপকা‌ঠি থানায় র‌বিবার অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রে‌ছেন ব‌লে জানান।

 

অ‌ভি‌যো‌গের ভি‌ত্তি‌তে জানা যায়, বলু ব্যাপারী বা‌ড়ির মোঃ জাহাঙ্গী‌রের ছে‌লে বা‌লিহারী মাধ্য‌মিক বিদ্যাল‌য়ের ১০ শ্রেনীর ছাত্র নাঈম (১৬) ও রুহু‌লের ছে‌লে অপু (১৫) কে জুয়া খেলতে দে‌খে বড়‌দের কা‌ছে না‌লিশ ক‌রে দিপু।জুয়া খেলার অপরা‌ধে নাঈম ও অপু‌কে স্থানীয়রা বকা দি‌য়ে ছে‌রে দেন।

 

এ ঘটনার কয়েক‌দিন প‌রেই শ‌নিবার দুপু‌রে ক‌বি‌রের সুতার মি‌লের কা‌ছে দিপু‌কে একা পে‌য়ে নাঈম ও অপু ক‌বি‌রের ছে‌লে সিয়া‌মের কাছ থে‌কে এক‌টি বস্তা চে‌য়ে নেয়।সুতার মি‌লের কা‌ছেই তাৎখ‌নিক বস্তার ম‌ধ্যে দিপু‌কে ভ‌রে পার্শবর্তী খা‌লে ফে‌লে দেয়।এঘটনা সম্পুর্নটাই দু‌রে দা‌ড়ি‌য়ে একই বা‌ড়ির শা‌মি‌মের ছে‌লে সা‌জিদ (১১) দে‌খে ফে‌লে।এসময় সা‌জিদ ও অন্ন‌দের সহ‌যো‌গিতায় দিপু বস্তা থে‌কে বের হ‌য়ে উপ‌রে উ‌ঠে আ‌সেন।এ ঘটনায় শ‌নিবার রা‌তেই বা‌লিহারী মাধ্য‌মিক বিদ্যালয় সংলগ্ন এক‌টি দোকা‌নে স্থানীয় গন্যমান্য ব্যা‌ক্তিরা শা‌লিস বৈঠ‌কে সিদ্ধান্ত দি‌তে ব্যার্থ হন ব‌লে জানান দিপুর বাবা আলাউ‌দ্দিন। আলাউ‌দ্দিন আ‌রো ব‌লেন আ‌মি নায্য বিচার পাওয়ার আশায় থানায় অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রে‌ছি।

 

এ বিষয়ে তদন্তকা‌রি কর্মকর্তা নেছারাবাদ (স্বরুপকা‌ঠী) থানার এস আই দুলাল ব‌লেন অ‌ফি‌সিয়াল প্র‌য়োজ‌নে পি‌রোজপুর জেলা সদ‌রে থাকায় আ‌মি ঘটনাস্থ‌লে যে‌তে পা‌রি‌নি ত‌বে মঙ্গলবার তদ‌ন্ত কার্য সম্পন্ন কর‌বো আশা রা‌খি।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ