ঢাকা ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৩
ভোলার বোরহানউদ্দিনে সাংসারিক বিরোধ নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় গলায় ফাঁস লাগিয়ে তারেক রহমান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে পুলিশ তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।
বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুল এ তথ্য নিশ্চিত করেছেন। তারেক ওই ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে।
এসআই শাহাবুল জানান, বিয়ের কিছুদিন পর থেকে স্ত্রীর সঙ্গে তারেকের পারিবারিক বিরোধ চলছিল। কোনোভাবেই তা নিষ্পত্তি হয়নি। সোমবার মধ্যরাতেও স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হওয়ায় রাগে ক্ষোভে ও অভিমানে বাড়ির পাশে থাকা গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে তারেক আত্মহত্যা করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক