ঢাকা ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০
স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোদন্ডা গ্রামের কে.বি.এ প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার(১০ সেপ্টেম্বর) বিকালে কোদন্দা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয়রা বলেন, কোদন্ডা গ্রামের বাবর আলী গাজীর ছেলে মইনুর রহমান স্কুলছাত্রীর বাড়িতে মাঝে মাঝে যাতায়াত করেন। শুক্রবার সকালে প্রধান শিক্ষক স্কুল ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুবাদে বাড়িতে ঢুকে তাকে যৌন নিপীড়ন করে।
এসময় স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে প্রধান শিক্ষক মইনুর রহমান দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। মেয়েটির বাবা ও এলাকার মানুষ বিকেলে থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে ঘটনাটির সত্যতা যাচাই করে অভিযুক্ত মইনুর রহমানকে গ্রেফতার করেন। এই ঘটনার অপরাধীর যথাযথ শাস্তি দাবি করেছে মেয়েটির বাবা ও এলাকার সাধারণ মানুষ।
এ ব্যাপারে শিক্ষক মঈনুর ইসলাম জানান, আমি মেয়েটির বাড়ী যায় এবং স্কুলের বেতনের কথা বলি। তার বাবা-মা বাড়ীতে না থাকায় আমি ফিরে আসি। সে মেধাবী হওয়ায় ছোট বেলা থেকে আমি তাকে যত্ন করি। যৌন নিপীড়নের কোন ঘটনায় ঘটেনি।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির জানান, অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক