ঢাকা ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৩
বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: বিদ্যালয় থেকে মাত্র ১০ কিলোমিটার দূরত্বে বাড়ি। তবুও তিনি দীর্ঘদিন শ্রেণিকক্ষ দখল করে বসবাস করে আসছেন। বিদ্যালয় ছুটি হলে সব শিক্ষক বাড়ি ফিরলেও তিনি ফিরেন না। রান্নাবান্না, গোসল, বারান্দায় কাপড় শুকাতে দেওয়াসহ শুরু করে রীতিমতো বিদ্যালয়কে বাড়িঘরে রূপ দিয়েছেন। এমন কর্মকান্ডে বিব্রত হচ্ছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাকরা। এমন অভিযোগ উঠেছে নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউপির এইচ কে বিপুল স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তার হোসেনের বিরুদ্ধে।
স্থানীয়রা জানায়, প্রধান শিক্ষকের বাড়ি কাপাসিয়া উপজেলায়। বিদ্যালয় থেকে মাত্র ১০ কিলোমিটার দূরত্ব। তবুও তিনি দীর্ঘদিন শ্রেণিকক্ষ দখল করে বসবাস করে আসছেন তিনি। বিদ্যালয় ছুটি হলে সব শিক্ষক বাড়ি ফিরলেও তিনি ফিরেন না। রান্নাবান্না, গোসল, বারান্দায় কাপড় শুকাতে দেওয়াসহ শুরু করে রীতিমতো বিদ্যালয়কে বাড়িঘরে রূপ দিয়েছেন। এমন কর্মকান্ডে বিব্রত হচ্ছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাকরা।
কয়েকজন শিক্ষার্থী বলেন, আমাদের (প্রধান শিক্ষক) স্যার স্কুলেই থাকেন। প্রায়ই বারান্দায় ও ছাদে স্যারের স্ত্রী ও সন্তানকে দেখা যায়। স্কুলে স্যারের বসবাস করা আমাদের জন্য বিব্রতকর।
অভিভাবক মো. বাসির উদ্দিন বলেন, বিদ্যালয়ে প্রধান শিক্ষকের জন্য কোনো বাসভবন নেই। তিনি শ্রেণিকক্ষ দখল করে পরিবার নিয়ে বসবাস করেন। এতে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ ও বিদ্যালয়ের সৌন্দর্য।
তবে প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমি সেখানে বসবাস করি। আমার এখানে থাকার বৈধতা রয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. কাউসারের বলেন, বিদ্যালয়ের স্বার্থে প্রধান শিক্ষককে সেখানে থাকার অনুমতি দেওয়া হয়েছে। মনোহরদী নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, বিষয়টি জানা নেই। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেন জানান তিনি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক