ঢাকা ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০
আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো ৫০ সৌদি নারীকে বিমানবালা হিসেবে নিয়োগ দিয়েছে সৌদি মালিকাধীন বিমান সংস্থা। বিমানের নারী যাত্রীদের সেবা দিতে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, দুই মাসব্যাপী প্রশিক্ষণ শেষে তারা প্রথম ধাপে জেদ্দা ও রিয়াদের বিমানবন্দরে কাজে যোগ দেবে।
সৌদি বিমান সংস্থা সম্প্রতি এক ঘোষণা জানায়, বিমানবালা হিসেবে নারীকর্মীদের কমপক্ষে মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হতে হবে এবং ২০ থেকে ৩০ বছর বয়সী হতে হবে। এ ছাড়া ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
গত জানুয়ারিতে সৌদির বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস এক বিবৃতিতে জানিয়েছিল, বিমানবালা হিসেবে সৌদি নারীদের নিয়োগ দেওয়া হবে। সৌদিতে এবারই প্রথম নারীদের এ পদের জন্য নিয়োগ দেওয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক