সৃজিতের জন্মদিনে মিথিলার আবেগমাখা শুভেচ্ছা

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

সৃজিতের জন্মদিনে মিথিলার আবেগমাখা শুভেচ্ছা
নিউজটি শেয়ার করুন

 

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির আজ জন্মদিন। এবারে তিনি পা দিলেন ৪৩ বছরে। ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ১২টা পেরোতেই ভক্ত অনুরাগীদের শুভেচ্ছায় ভেসে যাচ্ছিলেন সৃজিত। সেই তালিকায় আছেন অনেক তারকার পাশাপাশি তার স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলাও।

 

অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার স্বামী হিসেবে সৃজিতের এটা প্রথম জন্মদিন। জীবনের বিশেষ এই দিনে স্ত্রীর কাছ থেকে পাওয়া শুভেচ্ছাটা স্পেশাল হবে সে আর বলার মতো কিছু নয়। সৃজিতের মতো এই দম্পতির ভক্তরাও অপেক্ষায় ছিলেন মিথিলার শুভেচ্ছা কেমন হয় সেটি দেখার।

 

অবশেষে ইনস্টাগ্রামে শুভেচ্ছাবার্তা দিয়েছেন তিনি। লিখেছেন, ‘শুভ জন্মদিন, মিস্টার মুখার্জি। আমাদের জীবনে আসার জন্য ধন্যবাদ। সুখী, স্বাস্থ্যবান থাকো। সবসময়ের মতো ড্রামা কিং হয়ে থাকো! এই মহামারিকে অভিশাপ, যে জন্মদিনে আমাদের দূরে রেখেছে। কিন্তু কথা দাও, তুমি নিরাপদে থাকবে আর যত তাড়াতাড়ি পারো ঘরে ফিরবে! ভালোবাসা।’

 

প্রসঙ্গত, গেল বছরের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন হিন্দু-মুসলিম মৈত্রী বার্তা দিয়ে বিয়ে করেন সৃজিত-মিথিলা। তবে বিয়ের পর মধুচন্দ্রিমা সেরে বাংলাদেশে মেয়ে আইরাকে নিয়ে ফিরে যান মিথিলা। তারপর থেকে সৃজিত-মিথিলা দুজনে আলাদাই ছিলেন করোনার কারণে।

 

সম্প্রতি পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলে ১৫ আগস্ট বিশেষ অনুমতি নিয়ে সড়কপথে মেয়েকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছেন মিথিলা। তবে আবারও তাদের মধ্য বিরহ নিয়ে এলো সৃজিতের ব্যস্ততা ও করোনা।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ