ঢাকা ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার একটি বিল থেকে অজ্ঞাত পরিচয় (৫০) এক নারীর ৪ খণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকাল সোয়া ৫টার দিকে চরজব্বর ইউনিয়নের জাহাজমারা গ্রামের একটি বিলের মাঝখান থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বিকালে স্থানীয় বাসিন্দারা হাতিয়া, রামগতি, সদর ও সুবর্ণচরের সীমান্তবর্তী সুবর্ণচর উপজেলার জাহাজমারা গ্রামের একটি বিলের মাঝখানের ধানের আঁড়ির সঙ্গে একটি লাশ আটকে থাকতে দেখেন। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি থানায় অবগত করা হয়।
চরজব্বর থানার ওসি শাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে প্রথমে অজ্ঞাত ওই নারীর মস্তকবিহীন ৩ খণ্ড লাশ উদ্ধার করা হয়। পরে লাশ থেকে কিছু দূরে ওই বিল থেকেই তার কাটা মাথাটি উদ্ধার করা হয়েছে। নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক