সুন্দরী বউকে ফিরে পেতে থানায় হাজির যুবক

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২২

সুন্দরী বউকে ফিরে পেতে থানায় হাজির যুবক
নিউজটি শেয়ার করুন

 

বউ আর সংসার করতে চান না। তাই বিয়ের পর বাপেরবাড়ি গিয়ে আর ফেরেননি। কিন্তু স্বামী বেচারা তাকে খুবই ভালোবাসেন। কারণ বউ তার ‘খুবই সুন্দরী’। তাকে ফিরে পেতে তাই থানায় গিয়ে পুলিশের কাছে আবেদন করেছেন তিনি।

 

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ছতরপুর জেলায়।

 

আনন্দবাজার জানাচ্ছে, ওই যুবকের নাম নন্দু পাল। তিনি পুলিশের কাছে যে আবেদনপত্র দিয়েছেন তাতে লেখা আছে- স্যার আমার স্ত্রী খুবই সুন্দরী। কিন্তু ও আমার সঙ্গে থাকতে চায় না। বিয়ের পর ওকে ওর বাপেরবাড়িতে নিয়ে গিয়েছিলাম। আর ফেরেনি সেখান থেকে।

 

নন্দু পুলিশকে বলেন, স্যার, আমি তো বউয়ের মতো অত সুন্দর নই, তাই হয়তো আমার সঙ্গে সংসার করতে চায় না। কিন্তু ওকে আমি ফিরে পেতে চাই।

 

বউয়ের নাম রিনা পাল। গত বছরের ৩০ এপ্রিল তাদের বিয়ে হয়। বিয়ের পর মাত্র তিন দিন তারা একসঙ্গে ছিলেন। তার পর বাপেরবাড়ি গিয়ে আর ফেরেননি রিনা পাল। নন্দু তার সঙ্গে দেখা করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তারপরই পুলিশের কাছে যান তিনি।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ