ঢাকা ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাবেক এক ইউপি সদস্য মো. মইজউদ্দিন ওরফে মখন মিয়া (৫০) বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। নিহত মখন মিয়া উপজেলার নরসিংপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য ও শ্যামারগাঁও গ্রামের নিয়ামত উল্লাহর ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার সকালে কীটনাশক পান করেন মখন মিয়া। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, লাফার্জ হোলসেম সুরমা সিমেন্ট কোম্পানির কনভেয়ার বেল্ট পোরানো মামলার আসামি ছিলেন সাবেক ইউপি সদস্য মখন মিয়া। নির্দোষ থাকার পরও বারবার হররানি করা হতো তাকে। ওই হয়রানি থেকে রেহাই পেতেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে এলাকাবাসীর ধারণা।
দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক