ঢাকা ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জুন ২২, ২০২২
সিলেটের সর্বনাশা বন্যায় প্রাণকেড়ে নিয়েছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুরমল্লিক গ্রামের বাসিন্দা হাফিজুর রহমানের (৩০)।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এক সন্তানের জনক হাফিজের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে স্বজনদের আহাজারিতে পুরো এলাকার আকাশ-বাতাস ভাড়ি হয়ে ওঠে।
হাফিজের চাচা রফিক হাওলাদার জানান, হাফিজ সিলেটের সুনামগঞ্জে কোকাকোলা কোম্পানির মার্কেটিং অফিসার পদে কর্মরত ছিলেন। গত ১৫ জুন চাকরির সুবাদে বাসা থেকে বের হয়ে বন্যার পানির তীব্র স্রোতে মোটরসাইকেলসহ পানিতে তলিয়ে গিয়ে হাফিজ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার বিকেলে হাফিজের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সূত্রমতে, গত বছর সড়ক দুর্ঘটনায় হাফিজের বাবা কালাম হাওলাদার নিহত হন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন হাফিজুর রহমান।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক