ঢাকা ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০
দেশজুড়ে বহুল আলোচিত সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সাইফুর রহমানসহ ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
কলেজ কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ছাত্রত্ব ও সনদ বাতিল হওয়া অন্যান্যরা হলেন শাহ মাহবুবুর রহমান রনি, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম।
২৫ সেপ্টেম্বর রাতে এম সি কলেজ ছাত্রাবাসে গৃহবধু গণধর্ষণের শিকার হন। এই ঘটনায় পরের দিন নির্যাতিতার স্বামী শাহপরান থানায় ছাত্রলীগের সাইফুর রহমান, তারেক, শাহ রনি, রবিউল, মাহফুজুর রহমান মাসুমের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পুলিশ ও র্যাব এজহারভুক্ত ছয় আসামিসহ ৮ জনকে গ্রেফতার করে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক