ঢাকা ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যার ঘটনায় তার সহযোগি শিপ্রা দেবনাথ ও সিফাতের বিরুদ্ধে পুলিশের দায়ের করা দুই মাদক মামলা থেকে তাদের অব্যাহতি দিয়েছেন আদালত।
মামলায় তদন্তে সংশ্লিষ্টতার সত্যতা না পাওয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়েছে। তদন্ত কর্মকর্তার জমা করা চুড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে এই আদেশ দিয়েছেন কক্সবাজারের সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ।
আজ ২১ ডিসেম্বর, সোমবার দুপুরে এই আদেশ দেয়া হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।
এর আগে গত ১৩ ডিসেম্বর দুই মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার রামু ও টেকনাফ আদালতে এই প্রতিবেদন দাখিল করেছিলেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক