ঢাকা ২৮শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ৬ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০
করোনাভাইরাসের পরীক্ষায় জালিয়াতি, অনিয়ম এবং প্রতারণাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেফতার রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলায় রায় ঘোষণা হবে আজ।
সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এই রায় ঘোষণা করা হবে।
এই মামলার রায়ে রাষ্ট্রপক্ষ সাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড আশা করলেও সাহেদের পক্ষে তার আইনজীবী বেকসুর খালাস প্রত্যাশা করেন।
এর আগে, গত ৬ জুলাই বিভিন্ন অনিয়মের কারণে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র্যাব। এরপর সাহেদ পালিয়ে যায়। গত ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে হেলিকপ্টারে করে সাতক্ষীরা থেকে ঢাকায় আনা হয়। এরপর ১৬ জুলাই করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাহেদকে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক