ঢাকা ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০
রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেটে ২ নম্বর ব্লকে দোকানের বৈধতা দেয়ার কথা বলে অর্থ নেয়ার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলায় আরো ৬ জনকে আসামি করা হয়েছে।
আজ ২৯ ডিসেম্বর, মঙ্গলবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৬ এর বিচারক (দ্রুত বিচার-১) আশেক ইমামের আদালতে মামলাটি দায়ের করেন মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন দেলু।
আবেদনের প্রেক্ষিতে বাদির জবানবন্দি গ্রহণ করে মামলাটির শুনানির তারিখও নির্ধারণ করেছেন আদালত।
অভিযোগ সূত্রে জানা যায়, ডিএসসিসি’র মালিকানাধীন ওই মার্কেটটির তিনটি ব্লকে নকশাবহির্ভূত ৯১১টি দোকান ছিল। গত ৮ ডিসেম্বর থেকে এসব অবৈধ দোকান উচ্ছেদে অভিযান শুরু করেন ডিএসসিসির কর্মকর্তারা। দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে কয়েক দফায় সংঘর্ষের পর উচ্ছেদ অভিযানে প্রায় ৩০০ দোকান ভেঙে ফেলা হয়।
সাঈদ খোকন মেয়র থাকাকালীন দোকানপ্রতি ৫ থেকে ১০ লাখ টাকা গ্রহণ করেন বলে ক্ষতিগ্রস্ত দোকানিদের অভিযোগ। তারা জানান, নকশাবহির্ভূত এসব দোকান বৈধ করতে কয়েক কোটি টাকা দিয়েছেন তারা। দোকানগুলো থেকে ডিএসসিসি এতদিন ভাড়াও নিয়েছে। কিন্তু এসব দোকানের বৈধতা দেয়নি ডিএসসিসি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক