ঢাকা ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ঢাকা মোহামেডানের অধিনায়ক এ এস এম ফারুক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। বুধবার রাত ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাত্র তিনদিন আগে মারা গেছেন বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব.) হোসেন ইমাম। তিনি ছিলেন এ এস এম ফারুকের ছোট বোনের জামাতা। তার হঠাৎ চলে যাওয়ার শোক কাটিয়ে ওঠার আগে পরপারে চলে গেলেন দেশের ক্রিকেটের পরিচিত মুখ নামী এ ক্রিকেট ব্যক্তিত্ব।
শামীম কবিরের নেতৃত্বে ঢাকায় ১৯৭৬ সালে এমসিসির বিপক্ষে তিন দিনের বেসরকারি টেস্ট ম্যাচে বাংলাদেশের যে দলটি অংশ নিয়েছিল, এ এস এম ফারুক ছিলেন সেই দলের সদস্য। তার নেতৃত্বেই ১৯৭৭-১৯৭৮ মৌসুমে প্রথম ঢাকা লিগের শিরোপা বিজয়ী হয় ঐতিহ্যবাহী মোহামেডান। খেলোয়াড়ী জীবন শেষে বিভিন্ন সময় দেশের ক্রিকেট বোর্ডের উচ্চপদেও আসীন ছিলেন এ এস এম ফারুক।
২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার। এছাড়া রাজধানী ঢাকা তথা দেশের অভিজাত সামাজিক ক্লাব ‘ঢাকা ক্লাবের’ অন্যতম সদস্য ছিলেন এ এস এম ফারুক।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক