ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৩
সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার প্রেসক্লাবে বিনাপ্রতিদ্বন্দিতায় জাহাঙ্গীর আলম মানিক (দৈনিক ভোরের ডাক ও ডেইলি আবজারবার) সভাপতি ও সোহেল চৌধুরী রানা (দৈনিক নয়া শতাব্দী, উপচার ও জুমবাংলা) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টায় সাপাহার প্রেসক্লাবের এডহক কমিটির আহ্বায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে কমিটি গঠন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় দুইটি পদের বিপরীতে সভাপতি পদে আবুল হোসেন ও জাহাঙ্গীর আলম মানিক দুইজন এবং সাধারণ সম্পাদক পদে ছাদেক উদ্দীদ ও সোহেল চৌধুরী রানা দুইজন প্রতিদ্বন্দি প্রতিদ্বন্দিতা করার বিষয়টি উত্থাপন করেন। সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে দুইটি পদের প্রার্থীদের মধ্যে সমজতা হলে বিনাপ্রতিদ্বন্দিতায় সভাপতি পদে জাহাঙ্গীর আলম মানিক এবং সাধারণ সম্পাদক পদে সোহেল চৌধুরী রানা নির্বাচিত ঘোষণা করা হয়। এবং সভায় আরও সিদ্ধান্ত হয় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
এসময় নির্বাচন পরিচালনার এডহক কমিটির আহ্বায়ক আব্দুর রহিম, যুগ্ম-আহ্বায়ক মরিয়ম বেগম সহ ৩১ সদস্যের মধ্যে ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক