ঢাকা ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৩
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক) শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার) বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে হুইল চেয়ার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী। আলোচনা সভা শেষে পদল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ জন এবং নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ জন বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক) শিক্ষার্থীদের মাঝে ১ টি করে এ্যাসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার) বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, সহকারী শিক্ষা অফিসার অসিম কুমার সাহা ও রোস্তম আলী সহ উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক