সাপাহারে খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, জুন ২৯, ২০২২

সাপাহারে খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ
নিউজটি শেয়ার করুন

 

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে প্রাণীসম্পদ খামারীদের মাঝে গো খাদ্য বিতরণ করা হয়েছে।

 

বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে মানবিক কর্মসূচির আওতায় উপজেলা প্রাণীসম্পদ অফিসের সহযোগীতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় হতে প্রাপ্ত অর্থ দ্বারা ক্ষতিগ্রস্থ প্রাণীসম্পদ খামারীদের মাঝে গো খাদ্য বিতরণ করা হয়। এসময় ১ শ ৫০ জন প্রাণীসম্পদ খামারীদের মাঝে ১০ কেজি করে প্যাকেট জাত গো- খাদ্য বিতরণ করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার , উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী স্থানীয় খামারি ও গণমাধ্যমকর্মীরা।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ