সাপাহারে ওয়ালটনের পন্যকিনে ডিপ ফ্রিজ ফ্রিতে পেলেন এরফান

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৩

সাপাহারে ওয়ালটনের পন্যকিনে ডিপ ফ্রিজ ফ্রিতে পেলেন এরফান
নিউজটি শেয়ার করুন

 

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে কিস্তিতে ওয়ালটনের একটি ফ্রিজ কিনে আরেকটি ডিপ ফ্রিজ ফ্রিতে পেয়েছেন এরফান আলী। এরফান আলী উপজেলার রায়পুর ত্রিশুলডাঙ্গা গ্রামের সাজ্জাদের ছেলে।

 

 

জানা যায়, গত ১৮ জুন ওয়ালটন প্লাজা সাপাহার শাখা হতে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১৮ এর অফারে কিস্তিতে একটি ফ্রিজ কিনে আরেকটি ডিপ ফ্রিজার ফ্রিতে পেয়ে যান এরফার আলী।

 

 

শনিবার বেলা ১১ টায় উপজেলা সদরের মেডিকেল মোড়ে ওয়ালটন প্লাজা সাপাহার শাখা হতে এরফান আলীর হাতে ফ্রি ফিজারটি তুলে দেন শাখা ম্যানেজার মোঃ রুবেল মিয়া।

 

 

এসময় ওয়ালটন প্লাজা সাপাহার শাখার কর্মচারী ও এরফান আলীর পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ