ঢাকা ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৩
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার আমের আড়তে কৃত্তিমভাবে কাচা আমে রং পরিবর্তনকারী নিষিদ্ধ কেমিক্যাল স্প্রে করায় আড়ত ব্যবসায়ীকে মোবাইল কোর্টে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা।
বুধবার দুপুরে উপজেলা সদরের তিলনা রোডে মনিরুল ইসলামের আম আড়তে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই আড়তে কৃত্তিমভাবে কাচা আমে রং পরিবর্তনকারী (মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর) নিষিদ্ধ কেমিক্যাল স্প্রে করায় আড়ত মালিক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাজ্জাত আলীর ছেলে মনিরুল ইসলামের ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এসময় ওই ব্যবসায়ী ভবিষ্যতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক দ্রব্যাদি ব্যবহার করবেন না মর্মে তিনি অঙ্গিকার করেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক