সাপাহারে অবৈধ ভাবে সার মজুদ, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২২

সাপাহারে অবৈধ ভাবে সার মজুদ, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
নিউজটি শেয়ার করুন

 

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে অবৈধ ভাবে গুদামে রাসায়নিক সার মজুদ রাখার অপরাধে ৫ বিসিআইসি ডিলার সহ ৭ প্রতিষ্ঠান কে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন।

 

 

বুধবার বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরে বাজারের বিভিন্ন সার ডিলার ও খুচরা সার বিক্রেতার দোকানে অভিযান চালায় উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট। এসময় অবৈধভাবে রাসায়নিক সার মজুদের অপরাধে ৫ বিসিআইসি সার ডিলার ও ২টি খুচরা সার ব্যাবসায়ী সহ মোট ৭ টি প্রতিষ্ঠানকে পৃথক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ বিধান অনুযায়ী মোট ৯৫ হাজর টাকা জরিমানা করা হয়েছে।

 

 

অভিযানে অংশ নেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের কর্মকর্তা, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ