সাদিক আব্দুল্লাহকে ১০ দিনের সময় বেঁধে দিলেন আদালত

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৩

সাদিক আব্দুল্লাহকে ১০ দিনের সময় বেঁধে দিলেন আদালত
নিউজটি শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: অবৈধভাবে পদ দখল করে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠা বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে ১০ দিনের সময় বেঁধে দিয়েছেন আদালত। বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতির পদে কেন তাকে নিষেধাজ্ঞা দেওয়া হবে না তার কারণ দর্শাতে এই সময় বেঁধে দেন আদালত। একই আদেশ দেওয়া হয় ক্লাবের সেক্রেটারিকেও। বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতের আদেশের বরাত দিয়ে এসব তথ্য জানান বাদী পক্ষের আইনজীবী আজাদ রহমান।

 

 

 

তিনি বলেন, মামলাটি আমলে নিয়ে রোববার (১৬ জুলাই) শুনানীর ধার্য তারিখে আদালতের বিচারক হাসিবুল হাসান বাদী পক্ষের নিষেধাজ্ঞা শুনানি শেষে এই আদেশ দেন।

 

 

 

এর আগে বৃহস্পতিবার (১৩ জুলাই) বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ দুজনকে বিবাদী করে সদস্য মফিজুর রহমান চৌধুরী মামলা করেন। মামলায় তাদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও দখলদারিত্বের অভিযোগ আনা হয়।

 

 

 

সাদিক আব্দুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

 

 

 

মামলার বাদী মফিজুর রহমান চৌধুরী বলেন, আদালতে আমরা গঠনতন্ত্র উত্থাপন করেছি। সাদিক আব্দুল্লাহ যে গঠনতন্ত্র ভেঙে পদ দখল করে রেখেছে তার প্রমাণস্বরূপ। আদালত সকল কিছু দেখে ১০দিনের মধ্যে তাকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ