ঢাকা ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০
জয়পুরহাটের পুরানাপৈল রেলগেটে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেসের সঙ্গে পাঁচবিবি থেকে ছেড়ে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এতে আরো কমপক্ষে ৬ জন আহত হয়েছেন।
এ দুর্ঘটনা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। জয়পুরহাট ডিসি শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, শনিবার ভোরে একটি বাস সদরের পুরানপৈল রেল ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি দুমড়ে মুচড়ে গেছে। বাসে কমপক্ষে ১৫ জন যাত্রী ছিল বলে জানা গেছে।
স্থানীয় পুলিশ প্রশাসন, বিজিবি এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক