সাতসকালে বাস-ট্রেনের সংঘর্ষে ১১ জনের মৃত্যু

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০

সাতসকালে বাস-ট্রেনের সংঘর্ষে ১১ জনের মৃত্যু
নিউজটি শেয়ার করুন

 

জয়পুরহাটের পুরানাপৈল রেলগেটে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেসের সঙ্গে পাঁচবিবি থেকে ছেড়ে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এতে আরো কমপক্ষে ৬ জন আহত হয়েছেন।

 

এ দুর্ঘটনা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। জয়পুরহাট ডিসি শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, শনিবার ভোরে একটি বাস সদরের পুরানপৈল রেল ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি দুমড়ে মুচড়ে গেছে। বাসে কমপক্ষে ১৫ জন যাত্রী ছিল বলে জানা গেছে।

 

স্থানীয় পুলিশ প্রশাসন, বিজিবি এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ